টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি’র দফতরে হাজিরা এড়িয়েছেন। ঠিক তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার তলব করা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে। নয়াদিল্লিতেই দু’জনকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে একসঙ্গে তলব করেছিল ইডি। সেদিন তদন্তের মুখোমুখি অভিষেক হলেও রুজিরা হননি। কারণ বাড়িতে ছোট বাচ্চাকে রেখে যাওয়া সম্ভব নয়। এই পরিস্থিতির কথা জানিয়েও দেওয়া হয়। তারপর অভিষেক এবার ইডির তলব এড়িয়ে যেতেই রুজিরা এবং মেনকাকে তলব করল ইডি। সেক্ষেত্রে ছোট বাচ্চাকে দেখবে অভিষেক বলেই তদন্তকারীরা মনে করছেন। যদিও এই নিয়ে কেউ মুখ খোলেননি। কয়লা পাচার কাণ্ডে বারবার ইডির মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একবারে কেন সব জিজ্ঞাস্য করা হচ্ছে না? তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেদিন ডাকছে ইডি এবং মুখোমুখি হচ্ছেন অভিষেক, ঠিক তার দু’দিন পর আবার তলব করা হচ্ছে। এবারও তাই ঘটেছিল। সেখানে ব্যক্তিগত কাজ পড়ে যাওয়ায় অভিষেকের আইনজীবী ইমেলে ইডি আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন।
এই বারবার তলব নিয়ে ইডি’র সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক–রুজিরা। তাঁদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে এই মামলার উল্লেখ করে দ্রুত শুনানির অনুরোধ জানান। যদিও প্রধান বিচারপতি এনভি রমণা সোমবার শুনানিতে সমর্থন করেননি। বরং বিচারপতি জানান, দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করবেন।