টাইমস বাংলা ডেস্ক, পুরুলিয়া – আগুনের লেলিহান শিখা দেখা গেল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কারণ এই আগুন এখনও নেভানো যায়নি। আগুন দেখা যায় রবিবার সন্ধ্যেবেলা থেকে। সোমবার বিকেল পর্যন্ত সেই আগুন উত্তরোত্তর বৃদ্ধি পেতেই দেখা গিয়েছে। স্থানীয়রা এই জায়গাটিকে ‘হীরক রাজার দেশ’ বলে থাকেন। সোমবার বিকেল পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। স্থানীয় সূত্রে খবর, গতবছরও এখানে আগুন লেগেছিল। এই বছরও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল। পুরুলিয়ার গড়পঞ্চকোট থেকে বান্দোয়ান পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। গড়পঞ্চকোটের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তার মধ্যেই জ্বলছে পুরুলিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র জয়চণ্ডী পাহাড়। স্থানীয় সূত্রে খবর, কোনও দুর্ঘটনায় এখানে আগুন লেগে গিয়েছে। আর তার জেরে রঘুনাথপুর সংলগ্ন পাহাড়ে আগুনে কয়েক হেক্টর বনভূমি ভস্মীভূত হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে বেশ কিছু বন্যপ্রাণী এবং পাখির মৃত্যুও হচ্ছে। উল্লেখ্য, এই পাহাড়েই শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার। তারপর থেকেই এই জায়গাকে স্থানীয়রা হীরক রাজার দেশ বলে থাকে। এই আগুনের লেলিহান শিখা নিয়ে কংসাবতী উত্তর বন বিভাগের আধিকারিক উমা রানি বলেন, ‘সম্ভবত দুর্ঘটনায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। বন বিভাগের কর্মীরা চেষ্টা করছেন আগুন নেভানোর। ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।’ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাশ পরিবেশপ্রেমীরা।