বিশ্বজিৎ রায়, হাওড়া, টাইমস বাংলা ডেস্ক – আনিস খানের আমতার বাড়িতে এখনও রাজনৈতিক নেতা–নেত্রীর যাতায়াত অব্যাহত রয়েছে। আর ছেলের বিচারের আশায় বাবা সালেম খান সর্বত্র দৌড়ে বেড়াচ্ছেন। এই পরিস্থিতিতে সকালে অধীর চৌধুরীর মিছিলে দেখা গেল প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানকে। আবার দুপুরেই আনিসের বাড়িতে হাজির হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। সূত্রের খবর, আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর বাবা সালেম খানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সালেমকে নবান্নে ডেকেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতা থাকায় যেতে পারেননি। এবার শুক্রবার দুপুরে পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়কে সঙ্গে নিয়ে আমতায় আনিসের বাড়িতে যান ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে প্রয়াত ছাত্রনেতার বাবার সঙ্গে কথা বলেন তাঁরা। এমনিতেই রামপুরহাট গণহত্যা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানে আনিস কাণ্ডে আর যাতে কোনও সমস্যা তৈরি না হয় তাই এই সাক্ষাৎ বলে সূত্রের খবর। শুক্রবারই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবিতে মিছিল করেন। সেখানেই দেখা যায় আনিসের বাবা সালেম খানকে। রাজ্যসভায় বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় কেঁদে রাষ্ট্রপতি শাসন চেয়েছেন। আর তারপরই আনিসের আমতার বাড়িতে যান ফিরহাদ হাকিম।