প্রদীপ দলুই, বীরভূম,টাইমস বাংলা ডেস্ক – রামপুরহাটে বগটুই গ্রামে যেতে বাধা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। আটকে দেওয়া হয়েছে বোলপুরে শ্রীনিকেতন মোড়ে। পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন অধীর। আতঙ্কে গ্রাম ছেড়েছিলেন নিহত উপপ্রধান ভাদু শেখের পরিবার। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গ্রামে ফিরলেন তাঁর পরিবার। ভাদুর স্ত্রী, সন্তান-সহ একাধিক সদস্যরা গ্রামে ফিরেছেন। মুখ্যমন্ত্রীর কাছে বেশকিছু দাবিদাওয়া জানাবেন তাঁরা। আদালতের নির্দেশ মেনে গ্রামে বসছে সিসিটিভি। মুখ্যমন্ত্রী আসার আগে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ছে বগটুই। রামপুরহাটের এসডিপিও বদল। বগটুই কাণ্ডের পরই এসডিপিও সায়ন আহমেদকে ক্লোজ করা হয়েছিল। তাঁর পরিবর্তে ওই পদে আসছেন ঝাড়গ্রামের এসডিপিও ধীমান মিত্র। থানার আইসি ত্রিদিব প্রামাণিককেও ক্লোজ করা হয়েছে। তবে নতুন কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি।