বিশ্বজিৎ রায়, হাওড়া, টাইমস বাংলা ডেস্ক – কালীঘাটের বাড়ি থেকে রামপুরহাটের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাাধ্যায়। ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে তিনি রামপুরহাটের উদ্দেশে রওনা দিলেন। অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রামপুরহাট পৌঁছছে।
এ ছাড়া বিজেপি-র পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে সেখানে। এই পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর প্রশাসন। রামপুরহাটের সার্কিট হাউজে প্রশাসনিক কর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।