প্রদীপ দলুই, বীরভূম, টাইমস বাংলা ডেস্ক- রামপুরহাট গণহত্যায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিজেপির প্রতিনিধিদলকে আটকাল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে সাঁইথিয়ায় রাস্তার মাঝখানে লরি দাঁড় করিয়ে আটকে দেওয়া হয় বিজেপির কনভয়। রাস্তা খালি করার চেষ্টা করলে বিজেপি নেতাদের সঙ্গে বচসা শুরু করে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বের। রামপুরহাটে গণহত্যায় নিহত ৮ জনের পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার বগটুই গ্রামের উদ্দেশে রওনা দেন বিজেপি বিধায়কদের ৪৫ জনের প্রতিনিধিদল। কনভয় সাঁইথিয়ার রক্ষাকালীতলায় পৌঁছলে বিশাল যানজটে আটকে পড়েন তাঁরা। দেখা যায় রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রাক। ট্রাক চালকদের খোঁজ নেই। গাড়ি থেকে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করেন বিজেপি নেতাদের নিরাপত্তাকর্মীরা। তখন স্থানীয় তৃণমূলকর্মীরা তাঁদের সঙ্গে বচসা শুরু করে দেন। তাঁদের অভিযোগ, রাস্তা পরিষ্কার করার নামে স্থানীয়দের হেনস্থা করছেন বিজেপি নেতাদের নিরাপত্তাকর্মীরা। এই নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। এর পর পায়ে হেঁটে যানজট পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তখন তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল সমর্থকরা। এর পর সাঁইথিয়া থানায় গিয়ে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁর অভিযোগ, বিজেপির প্রতিনিধিদলকে আটকাতে পরিকল্পনা করে রাস্তার ওপর লরি দাঁড় করিয়ে রেখেছে তৃণমূল। জেলা ও রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে স্থানীয় তৃণমূল কর্মীরা এই কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি।