দেবাশীষ পাল, মালদা, টাইমস বাংলা ডেস্ক – বিবাহ–বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন স্ত্রী। সেই সম্পর্ক থেকে স্ত্রীকে বেরিয়ে আসতেও বলেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী সেই সম্পর্কের থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল প্রেমিকের। এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। যদিও প্রেমের জোয়ারে সংসার ভাসিয়ে দিয়েছিলেন তিনি। তাই স্ত্রীর প্রেমিককে খুন করল ওই মহিলার স্বামী। তবে আটক করা হয়েছে ওই মহিলার স্বামীকে। পুলিশ সূত্রে খবর, দু’মাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গিয়েছিল গোবিন্দ প্রামানিক(৩০)। এই রাগে গোবিন্দ প্রামানিকের বুকে চাকু বসিয়ে খুন করল সাগরিকার স্বামী অভিযুক্ত কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুর–১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে। তখন গোবিন্দ প্রামানিক একা চাঁচলে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়েছিল। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। তবে স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। তাই সাগরিকা তাঁর স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে চলে যান। গ্রামেরই যুবক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে বিবাহ–বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। তার সঙ্গে পালিয়ে যান। তাতেই ফুঁসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামাণিককে একা পেয়ে কৃষ্ণপদ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। বুকে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।