টাইমস বাংলা ডেস্ক, উত্তর দিনাজপুর – মুখ্যমন্ত্রীর সাধের সবুজ সাথী প্রকল্পের সাইকেল উঠল উত্তর দিনাজপুরের করনদিঘির খোয়াসপুর হাটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘি থানার পুলিশ। হাট থেকে উদ্ধার করা হয় ১৭টি সবুজ সাথী প্রকল্পের সাইকেল। মঙ্গলবার সবুজ সাথীর সাইকেল বিক্রির জন্য উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের খোয়াসপুর হাটে নিয়ে আসেন অভিভাবকরা। জলের দামে বিক্রি হয় এই সাইকেল। খবর পেয়ে খোয়াসপুর হাটে অভিযান চালিয়ে ১৭টি সাইকেল উদ্ধার করল পুলিশ।
সরকারি টাকা ব্যায় করে কেনা সবুজ সাথী সাইকেল কেন এভাবে বিক্রি হচ্ছে হাটে বা ফেরিওয়ালার কাছে। মূলত বাতিল সামগ্রী হিসাবেই বিক্রি করে দেওয়া হচ্ছে এই সাইকেল। এমন নজিরও রয়েছে। করনদিঘি ব্লকের বিডিও নীতীশ তামাং জানিয়েছেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের কাছ থেকে শুনতে পেলাম। এধরণের কোন ঘটনা ঘটলে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ওদিকে অভিভাবকদের দাবি, সরকার থেকে ছাত্রছাত্রীদের প্রত্যেককে সাইকেল দেওয়া হয়েছে। এত সাইকেল অনেকের বাড়িতে রাখার জায়গা নেই। অনেকের বাড়িতে সাইকেল চালানোর লোক নেই। ফলে সাইকেলগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তার থেকে বিক্রি করে দেওয়া ভালো।