টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগণা – পানিহাটি আছে পানিহাটিতেই। কখনও তৃণমূল কংগ্রেস কাউন্সিলব খুন তো কখনও বাবার খুনের প্রতিশোধ নিতে আর একটি খুন। এইসব ঘটনার মাঝে ঘটল একটি আত্মহত্যার ঘটনা। আর এই আত্মহত্যা করলেন এক ব্যবসায়ী। নেপথ্যে স্ত্রীয়ের সঙ্গে পরপুরুষের প্রেম! এই নিয়ে অশান্তি ছিল পরিবারে। তবে এই অশান্তি সন্দেহের বশেই। আর তার জেরেই নিজের বাড়িতেই আত্মঘাতী হলেন মার্বেল ব্যবসায়ী। যা দেখে চমকে উঠেছেন স্থানীয মানুষজন। স্থানীয় সূত্রে খবর, পানিহাটির শ্যামাপল্লির বাসিন্দা গৌতম শী (৩০)। তিনি পেশায় মার্বেল ব্যবসায়ী। বিয়ের পর সব ঠিকই ছিল। কিন্তু স্ত্রী বুঝতে পারেন গৌতম অত্যন্ত সন্দেহপ্রবণ। তাই তাঁকে কোথাও যেতে দিতেন না। এমনকী পাড়া–প্রতিবেশীদের সঙ্গে মিশতে দিতেন না। কারও সঙ্গে কথা বললেই বাড়িতে অশান্তি চরমে ওঠে। পবিবার ও গৃহবধূ সূত্রে খবর, রবিবার স্বামীর নিষেধ সত্ত্বেও স্থানীয় এক মহিলার সঙ্গে কথা বলছিলেন ওই গৃহবধূ। এই নিয়ে অশান্তির সূত্রপাত। অভিযোগ, এই নিয়ে স্বামী তাঁকে গালিগালাজ করে। মারধরও করে। আর বাড়ি ছেড়ে চলে যেতে চাপ দেয় গৃহবধূকে। তখন বাপের বাড়িতে ফিরে যান ওই গৃহবধূ। তারপর শাশুড়ির সঙ্গে ফোনে কথাও বলে গৌতম। কথা শেষ করেই নিজের গায়ে আগুন লাগিয়ে দেন স্বামী। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা দৌড়ে আসেন। কুয়ো থেকে জল তুলে গায়ে ঢালা হয়।