টাইমস বাংলা ডেস্ক, ঝালদা – ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করল সিট। সঙ্গে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকেও। ওদিকে এদিন ফের তপনবাবুর খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু। সোমবার ঝালদা পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান প্রদীপ কর্মকারকে একটি গেস্ট হাউজে তলব করেন তদন্তকারীরা। সেখানে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিটের সদস্যরা। তবে কেন তাঁকে তলব করা হয়েছিল তা জানা যায়নি। সূত্রের খবর, প্রদীপবাবুর কাছে তপনকান্দু খুনের কোন গোপন তথ্য থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। ওদিকে এদিন পুরুলিয়ার মফস্বল থানায় তপনবাবুর ভাইপো মিঠুন কান্দুকে জেরা করেন গোয়েন্দারা। থানা থেকে বেরিয়ে মিঠুনবাবু বলেন, তাঁর সঙ্গে কার কার ব্যবসায়িক যোগাযোগ রয়েছে তা জানতে চেয়েছেন গোয়েন্দারা। সব প্রশ্নের জবাব দিয়েছি।
ওদিকে সিটের তদন্তে অনাস্থা প্রকাশ করে সোমবার ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু। তিনি বলেন, ঘটনায় যে আইসির বিরুদ্ধে আমাদের অভিযোগ, তাঁকে সাসপেন্ড না করে নীচু তলার পুলিশকর্মীদের সাসপেন্ড করছে জেলা পুলিশ। এভাবে নিরপেক্ষ তদন্ত হতে পারে না।