টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – গাড়িতে বোমা হামলার ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য। রবিবার তাঁর সুরক্ষায় ২ জন কন্সটেবলকে সর্বক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাংসদ। শনিবার রাতে কল্যাণী থেকে দ্য কাশ্মীর ফাইলস দেখে ফেরার সময় হরিণঘাটার শিমুলতলায় আক্রান্ত হন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তবে বোমাটি গাড়িতে না লাগায় বিপদ এড়ানো গিয়েছে। এই নিয়ে রবিবার দিনভর উত্তেজনা ছিল রানাঘাট ও কলকাতায়। নদিয়ার চাকদায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। কলকাতায় মিছিল করেন বিজেপির নেতাকর্মীরা। পুলিশ সেই মিছিল আটকালে উত্তেজনা ছড়ায়।
রবিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের তরফে সাংসদকে নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়। ২ জন কন্সটেবল তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জগন্নাথবাবু জানিয়েছেন, শনিবার রাতেই ১ পুলিশকর্মীকে আমার বাড়িতে পাঠানো হয়েছিল। রবিবার আরেক জনকে পাঠানো হয়েছে। নিরাপত্তা দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ।