টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগণা – পানিহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্ত খুনের ১০ দিন পর ফের ঘটনাস্থল পরিদর্শন করলেন বারাকপুর কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। রবিবার যেখানে অনুপমবাবুকে গুলি করা হয়েছিল ও যে রাস্তা দিয়ে দুষ্কৃতী পালিয়েছিল তা ঘুরে দেখেন বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের প্রধান শ্রীহরি পান্ডে। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। রবিবার আততায়ীর গুলিতে খুন হন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুুপম দত্ত। এর পর আততায়ীকে তাড়া করে একটি হোগলা বনের ভিতর থেকে ধরে ফেলেন স্থানীয়রা। ধৃত আততায়ী অমিত পণ্ডিতকে জেরা করে বাপি পণ্ডিত নামে পানিহাটি পুরসভার এক ঠিকাদারকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে উঠে আসে, জমি বিবাদের জেরে দীর্ঘদিন পরিকল্পনা করে অনুপমকে খুন করিয়েছেন বাপি। এই ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। অনুপম দত্ত খুনে আরও তথ্য জোগাড় করতে রবিবার ফের ঘটনাস্থলে যান বারাকপুরের গোয়েন্দাপ্রধান। ঘটনার সময় এলাকায় যারা ছিলেন তাঁদের সঙ্গে কথা বলেন। কী ভাবে অনুপমবাবুকে গুলি করা হয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করেন প্রত্যক্ষদর্শীদের। এর পর যে রাস্তা দিয়ে আততায়ী পালিয়ে হোগলা বনে লুকিয়েছিল সেই রাস্তা ধরে এগিয়ে যান তাঁরা। যেখানে আততায়ী লুকিয়েছিল, ঘুরে দেখেন সেই জায়গাটিও।