সঞ্জয় কাপড়ি,পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক কিষান ও খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হল শনিবার সকাল থেকে। এদিন এদিন কোলাঘাট কাঠচড়া ময়দানে আয়োজন করা হয় এই বসন্ত উৎসবে। এদিন ছোটছোট ছেলেমেয়েরা নৃত্য,গান, আবৃত্তির মধ্য দিয়ে রঙিন হয়ে ওঠে কোাঘাট কাঠচড়া ময়দান। এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জী, এছাড়াও ছিলেন বিরল চক্রবর্তী, সুমিত্রা পাত্র, সুধাংশু আদক সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব।