পিন্টু অধিকারী, নদিয়া, টাইমস বাংলা ডেস্ক – ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার মর্মান্তিক কাহিনী ফুটিয়ে তোলা সিনেমাটি নিয়ে অবশ্য বিতর্কের শেষ নেই। বিরোধী রাজনৈতিক নেতারা এই সিনেমা নিয়ে একের পর এক বিস্ফোরণ মন্তব্য করে যাচ্ছেন। কংগ্রেসসহ একাধিক বিরোধী দল এই সিনেমার বিরোধিতায় সরব হয়েছে। তবে এরই মাঝে বিজেপি শাসিত বহু রাজ্য এই সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করেছে। এই আবহে এবার রানাঘাটের বিজেপি বিধায়ক জগন্নাথ সরকার এই সিনেমা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন। দাবি করলেন, বাংলায় কাশ্মীর ফাইলসকে নিয়ে চক্রান্ত চলছে। জগন্নাথ সরকার বলেন, ‘বাংলায় দ্য কাশ্মীর ফাইলস যাতে ভালো ব্যবসা না করতে পারে, তার জন্য ষড়যন্ত্র চলছে।’ পাশাপাশি তিনি শনিবার নিজের অনুগামীদের নিয়ে গিয়ে নিজে সিনেমাটি দেখলেন। তাঁর অভিযোগ, অনলাইনে আসন আছে দেখা গেলেও টিকিট দেওয়া হচ্ছে না কাশ্মীর ফাইলসের। তাঁর অভিযোগ, বাংলার মানুষ যাতে কাশ্মীর ফাইলস না দেখতে পারেন, তার জন্য চক্রান্ত করা হচ্ছে। এই আবহে আজকে জগন্নাথ বিজেপির ৫৪ জন কর্মীর সঙ্গে সিনেমাটি দেখলেন হলে।