বিশ্বজিৎ রায়, হাওড়া, টাইমস বাংলা ডেস্ক – হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল বাস চালকের। আহত বাসের ১০ যাত্রী। সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় না রেখে বাস চালানোয় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে ৬ নম্বর জাতীয় সড়কে হাওড়ার জয়পুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন দ্রুতবেগে খড়গপুরের দিকে যাচ্ছিল একটি লরি। পিছন ITC কোম্পানিক কর্মীদের নিয়ে যাচ্ছিল একটি বাস। জয়পুরের কাছে সামনে কিছু চলে আসায় জোরে ব্রেক কষে লরিটি। পিছনের বাসটি নিরাপদ দূরত্ব বজায় না রাখায় সজোরে লরিটির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালকের। আহত হন বাসের ১০ জন যাত্রী। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরাই। খবর পেয়ে পুলিশ পৌঁছে বাসের দরজা কেটে নিহত চালকের দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকরা। তবে দুর্ঘটনার অভিঘাতে আতঙ্কগ্রস্ত তাঁরা।