টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগণা – ফের খুন পানিহাটিতে। শনিবার বিকেলে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তগর্ত আগরপাড়া নয়াবস্তি এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ। মৃতের নাম শেখ আরমান। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ছানা নামে এক যুবক আরমানের বাড়িতে যায়। তার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত আরমান। এরপরই পানিহাটি ৭ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তি এলাকা থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। পুলিশেক সামনেও চলে বিক্ষোভ। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভের মাঝেই আরমানের দেহটি উদ্ধার করে পুলিশ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আরমানের পরিবারের দাবি, ছানা নামে ওই যুবকই খুন করেছে আরমানকে। কারণ, ছানার বাবাকে খুনের অভিযোগে জেলে যেতে হয়েছিল আরমানকে। দিন পনেরো আগে ছাড়া পান তিনি। তারপরই এই ঘটনা। স্থানীয়দের একাংশের দাবি, সেই ঘটনার প্রতিশোধ নিতেই আরমানকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে ছানা। জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই আরমান খুনের হুমকি পাচ্ছিল বলে খবর।