টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – সাংসদ জগন্নাথ সরকারের এর গাড়ি লক্ষ্য করে বোমা। প্রসঙ্গত আজ বিকালে তিনি কল্যাণী সঙ্গম সিনেমা হলে “দা কাশ্মীর ফাইল” সিনেমা দেখতে গিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। ফেরার পথে হরিণঘাটা ৭ নম্বর শিমুলতলা এলাকায় হঠাৎ তাদের গাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ। সেই বোমা যা গাড়ির পেছনে লেগে বীভৎস আওয়াজ এবং আলো হয়ে যায় গোটা এলাকা। নিরাপত্তা রক্ষী বিহীন থাকার কারণে তার গাড়িতে কয়েকজন দলীয় কর্মী ছিলেন। বেশ খানিকটা দূরত্বে গাড়ির গতি থামিয়ে তারা দুষ্কৃতীদের খুঁজে পাননি। তবে, পথচলতিরা এবং ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তবে গাড়ির পেছনের অংশ বক্ষতিগ্রস্ত হলেও সাংসদ জগন্নাথ সরকার ও তার দলীয় কর্মীদের কেউই আঘাতপ্রাপ্ত হননি বলেই জানিয়েছেন তিনি, স্থানীয় হরিণঘাটা থানাকে এ বিষয়ে, অবহিত করানোর জন্য এবং দুষ্কৃতীদের খুঁজে শাস্তি দেওয়ার লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি।