সঞ্জয় কাপড়ি, পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – সরকারি অফিসগুলিতে টানা তিনদিন ছুটি। সবাই ঝাঁপিয়ে পড়েছে সৈকত শহরে। আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিনদিন ছুটি। প্রথম দু’দিন বসন্ত উৎসব, দোল। আর পরেরদিন রবিবার। তাই এই উৎসবের মরশুমের সঙ্গে তিনদিনের ছুটি মিলে যাওয়ায় ভ্রমণপিপাসু মানুষজন এখন দিঘায় ভিড় জমিয়েছেন। টানা তিন দিনের ছুটিতে এখন ভিড়ে ঠাসা অবস্থা দিঘায়। এখানের সমস্ত হোটেল বুকিং হয়ে গিয়েছে। তাই হোটেল মালিকদের মুখে চওড়া হাসি। কলকাতা–সহ বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসু মানুষজন দিঘায় ভিড় জমিয়েছেন উৎসব মরশুমে। একইসঙ্গে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের হোটেলগুলিও বুকিং হয়ে গিয়েছে। এই ভিড় দেখে নিউ দিঘার এক হোটেলের মালিক তপন ঘোষ বলেন, ‘প্রায় দু’বছর পর এবারে হোটেল সম্পূর্ণ বুকিং হয়ে গিয়েছে। করোনাভাইরাসের জন্য প্রচুর লোকসানের মুখ দেখতে হয়েছে। মনে হচ্ছে এবার লোকসান কাটিয়ে উঠতে পারব।’ লকডাউনের জেরে দু’বছর ধরে দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন পর্যটকেরা।
এই ভিড় হয়ে যাওয়ায় তৎপর হয়ে উঠেছে পুলিশ–প্রশাসন। দুর্ঘটনা এড়াতে সমুদ্রসৈকতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ওল্ড, নিউ–সহ সমগ্র দিঘায় কড়া নিরাপত্তায় সেজে উঠেছে। মাস্ক ছাড়া কোনও পর্যটককে সৈকতে ঘোরার অনুমতি দেওয়া হচ্ছে না। টানা তিনদিনের ছুটিতে যেভাবে পর্যটকরা দিঘামুখী হয়েছেন তাতে বাড়তি নিরাপত্তা নিতে হয়েছে।