টাইমস বাংলা ডেস্ক, হুগলি – তৃণমূল কর্মীর কান কামড়ে ছিঁড়ে দিল সিভিক ভলেন্টিয়ার। এমনই অভিযোগ উঠেছে তারকেশ্বর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকায়। সিভিক ভলেন্টিয়ারের এমন আচরণে কার্যত হতবাক স্থানীয়রা। একইসঙ্গে সিভিক ভলেন্টিয়ারের উপরে বেজায় ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা। ঘটনার পরেই তারকেশ্বর থানার পুলিশ আটক করেছে শুভদীপ রায় নামে অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর সঙ্গে শালিকার বিবাদ চলছে দীর্ঘদিন ধরে। সেই বিবাদ মেটানোর জন্যই সেখানে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর প্রদীপ সাহা সহ কয়েকজন তৃণমূল কর্মী। কিন্তু, তাদের সামনেই শুভদীপ তার পরিবারের সদস্যদের মারধর করতে থাকে। ঘটনায় তাকে আটকাতে এগিয়ে যান তৃণমূল কর্মী মহাদেব দিগর। অভিযোগ, তিনি আটকাতে গেলে তাকে বেধড়ক মারধর করেন ওই সিভিক ভলেন্টিয়ার। এরপরেই তার ডান কানে কামড় বসিয়ে কানের অর্ধেক অংশ ছিঁড়ে নেন। আহত অবস্থায় মহাদেবকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জানান এসএসকেএম-এ কানের ছেঁড়া অংশ জোড়া দেওয়া সম্ভব। এরপরেই কানের ছেঁড়া অংশ নিয়ে তিনি এসএসকেএমে রওনা দেন তিনি।