টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – গোরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হুসেনকে ম্যারাথন জেরা করল সিবিআই। মঙ্গলবার প্রায় ৬ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। তবে এদিনও সিবিআইয়ের দফতরে হাজিরা দেননি অনুব্রত। তাঁর আইনজীবী চিঠি দিয়ে তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার নির্দেশ পালন করবেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।
মঙ্গলবার টানা ৬ ঘণ্টা সায়গল হুসেনকে জেরা করেন গোয়েন্দারা। অনুব্রত মণ্ডল কোথায় কোথায় যেতেন, কার কার সঙ্গে দেখা করতেন তা বিস্তারে জানতে চায় সিবিআই। তিনি কখনো স্বচক্ষে টাকা লেনদেন হতে দেখেছেন কি না তাও জানতে চান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনুব্রতর গতিবিধি সম্পর্কে তাঁর দেহরক্ষীকে প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। সিবিআইয়ের দাবি, গোরুপাচার চক্রের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত অনুব্রত। বিহার ও ঝাড়খণ্ড থেকে বীরভূম – মুর্শিবাদাবাদ হয়ে যে পথে গোরু বাংলাদেশে পাচার হত তাতে মদত ছিল বীরভূম জেলা বিজেপি সভাপতির। মোটা টাকার বিনিময়ে বীরভূমের ওপর দিয়ে পাচারকারীদের সেফ প্যাসেজ তৈরি করে দিতেন তিনি। যার মাধ্যমে কয়েকশ’ কিলোমিটার পথ পেরিয়ে সীমান্তে পৌঁছে যেত গরুর পাল।