টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগনা – দল চাইলে পানিহাটি থেকে প্রার্থী হব। জানিয়ে দিলেন নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত। প্রত্যক্ষ রাজনীতিতে আসারও ইঙ্গিত দিয়েছেন তিনি। রবিবার একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। এদিকে ইতিমধ্যেই সেই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তবে স্বামীকে হারানোর একদিন বাদেই জানিয়ে দিলেন নিহত কাউন্সিলরের স্ত্রী, দল চাইলে তিনি উপনির্বাচনের প্রার্থী হতে পারেন। এদিকে স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন অনুপম দত্ত। তাঁকে যেভাবে খুন করা হয়েছে সিসি ক্যামেরার সেই ফুটেজ দেখে শিউরে উঠেছেন অনেকেই। কেন তাকে এভাবে খুন করা হল তা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এর সঙ্গে দলের পদ নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে খুন করা হয়েছে কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। তবে স্বামীর হত্যার ঘটনা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলতে শুরু করেছেন নিহত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত। পুলিশের বিরুদ্ধেও গাফিলতির প্রচ্ছন্ন ইঙ্গিত দিচ্ছেন তিনি। জঙ্গল ঘিরে ফেলার পরেও কেন অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে দেরি হল সেই প্রশ্নের উত্তরে মীনাক্ষী দত্ত বলেন, এখানেই তো গাফিলতির কথা বলছি। উপনির্বাচনে যদি দল আপনাকে প্রার্থী করে আপনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? নিহত কাউন্সিলরের স্ত্রী বলেন, অবশ্যই করব। পাশাপাশি স্থানীয় লোকজন তার গতিবিধির নিয়ে খবর দিতে পারে বলে তাঁর আশঙ্কা। তিনি বলেন, সিআইডি ও মমতা বন্দ্যোাপাধ্যায়ের উপর ভরসা আছে।