কল্যাণ মণ্ডল, পশ্চিম মেদিনীপুর,টাইমস বাংলা ডেস্ক- গ্রামের বাইরে আলুর খেতে রক্তাক্ত দেহ উদ্ধার , ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার মদনচক গ্রামের । মৃত ওই ব্যক্তির নাম অশোক দিগার, রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পায় জমির ধারে পড়ে রয়েছেন এক ব্যক্তি। পরে অনেক লোকজন একত্র হলে খবর দেওয়া হয় ওই ব্যক্তির বাড়িতে। পরে ওই ব্যক্তির পরিবারের লোকজন গিয়ে দেখে ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আলুর খেতে। শরীরে রয়েছে একাধিক ক্ষতের চিহ্ন, খবর দেওয়া হয় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে, ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ , মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়, ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও পরিবারের লোকজনও পাড়া-প্রতিবেশীদের দাবি খুন করেই অশোক দীগার নামের ওই ব্যক্তি কে ফেলে রাখা হয়েছে আলুর খেতে। ব্যাক্তিগত আক্রোশের জেরে খুন দাবি পরিবারের।
এই ঘটনার পেছনে ওই গ্রামের এক মহিলা ও 2 ব্যক্তির জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির পরিবারের লোকজন। এই ঘটনার পর ই কান্নায় ভেঙে পড়েন মৃত ব্যক্তির পরিবারের লোকজন।
ঘটনার পূনাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলে বাড়ির সামনে বিক্ষোভ দেখায় মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও পাড়া-প্রতিবেশী মহিলারা ।