টাইমস বাংলা ডেস্ক, বর্ধমান – এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর শাশুড়ির বিরুদ্ধে । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল এলাকায় । এই ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
জানা যাচ্ছে , মৃত বধূর নাম কাঞ্চন। ২০১৫ সালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন কোলিয়ারির বাসিন্দা সুধীর নুনিয়ার সঙ্গে বিয়ে হয় তাঁর। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে বধূর উপর অত্যাচার করত শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অত্যাচার। এদিকে টাকার জোগাড়ও করতে পারছিলেন না মৃতার বাপের বাড়ির সদস্যরাও। এই পরিস্থিতিতে শ্বশুরবাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয় কাঞ্চনের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বধূর পুড়তে থাকা মুহূর্তের ছবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় আসানসোলে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, পণের জন্যই খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। শাশুড়িই গোটা ঘটনার নেপথ্যে, এমনটাই দাবি সকলের। বধূর এই মর্মান্তিক পরিণতিতে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।