টাইমস বাংলা ডেস্ক – আজ থেকেই শুরু হয়েছে উত্তরপ্রদেশে ভোটপর্ব । জানা যাচ্ছে, প্রথম দফায় ৫৮ আসনে ভোট হচ্ছে। কিন্তু ভোটগ্রহণ শুরুর ঠিক প্রাক লগ্নে বিতর্কে জড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলা, কাশ্মীর এবং কেরলকে জড়িয়ে রীতিমতো বিতর্কিত মন্তব্য করে বসলেন যোগী। এদিন ভোরে যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন,”একটা কথা আপনাদের মন থেকে বলতে চাই, গত পাঁচ বছরে বহু দুর্দান্ত কাজ আমরা করেছি। যদি আপনারা আমাদের আর সুযোগ না দেন, তাহলে এই পাঁচ বছরের পরিশ্রম বৃথা যাবে। উত্তরপ্রদেশ, বাংলা, কেরল বা কাশ্মীরের মতো হয়ে যেতে একেবারেই বেশি সময় লাগবে না। আপনাদের ভোট আমাদের জন্য আশীর্বাদ। আপনাদের ভোটই ভয়হীন জীবনের নিশ্চয়তা দিতে পারে।”
যোগী আদিত্যনাথের এই ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা ।দেশের অন্যান্য প্রান্তের তুলনায় বসবাসের জন্য অনুপযুক্ত এই রাজ্যগুলি। কিন্তু বাস্তব বলছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো সব সূচকেই উত্তরপ্রদেশের থেকে অনেক অনেক এগিয়ে বাংলা ও কেরল। যে রাজ্যে নারী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার নিরিখে দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের মন্তব্য কতটা শোভনীয়? ইতিমধ্যেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।