সঞ্জয় কাপড়ি, পূর্ব মেদিনীপুর,টাইমস বাংলা ডেস্ক- চায়ের দোকানে বচসার জেরে তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পটাশপুর দু’নম্বর ব্লকের বড় উদয়পুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় ওই তৃণমূল নেতার নাম তপন প্রধান, অভিযুক্তের নাম সঞ্জীব নায়েক।
জানা যায়, সঞ্জীব কর্মসূত্রে কলকাতায় থাকেন। বুধবার রাতে প্রতিবেশী তপন প্রধানের সঙ্গে একটি চায়ের দোকানে রাজনৈতিক কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। জানা যায় তর্কবিতর্কের পাশাপাশি হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সময় সঞ্জীব তার রিভলবার থেকে একটি শূন্যে গুলি চালিয়ে দেয় ভয় দেখানোর জন্য। সেই সময় তপন প্রধান প্রতিবাদ করতে গেলে তার দিকে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। সেই গুলি তপন প্রধানের কোমরে গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তপন প্রধান। সেই সময় সঞ্জীব পালাতে গেলে স্থানীয়রা তাকে পাকড়াও করে বেধড়ক মারধর করে। এরপরই ঘটনার খবর দেওয়া হয় পটাশপুর থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এসে ওই বন্ধুক সহ সঞ্জীবকে আটক করে। অন্যদিকে ওই তৃণমূল নেতাকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে, অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।