টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – শহরের বুকে হদিশ মিলল জাল নোট পাচারকারীদের । ইতিমধ্যেই পুলিশের জালে আটক ২ জালনোট পাচারকারী ।সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ও কলকাতা পুলিশের এসটিএফের যৌথ অভিযানে জালে ধরা পড়ে দুই পাচারকারি। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকার জাল নোট। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা মঙ্গলবার রাতে প্রগতি ময়দান থানা এলাকার ক্যাপ্টেন ভেড়ির কাছে ওঁত পেতে থাকেন। দুই যুবককে সেখানে এলে, তাদের ওপর নজর রাখেন তদন্তকারীরা। ওই এলাকাতেই ইতঃস্তত ঘোরাফেরা করতে থাকে যুবকরা। এরপরই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকেন তদন্তকারীরা। কথায় অসঙ্গতি থাকায় ব্যাগে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় জাল নোট। পুলিশ সূত্রে খবর,ধৃতদের নাম মহসিন খান ওরফে বাবু ও তনয় দাস। ধৃতরা দুজনেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ধৃতরা কোথা থেকে জাল নোট সংগ্রহ করেছিল, কোথায় তাদের এই নোট পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য জাল নোট পাচারচক্রের কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাবেন তদন্তকারীরা। উল্লেখ্য, ৩১ জানুয়ারি, কলকাতা পুলিশের সাউথ পোর্ট পুলিশ স্টেশন এলাকার স্ট্র্যান্ড রোড থেকে গ্রেফতার করা হয় এক জনকে। তার কাছ থেকে ৫ লক্ষ টাকার ভারতীয় জালনোট উদ্ধার করা হয়। দুই ক্ষেত্রেই ধৃতরা একই পাচারচক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখতে চান এসটিএফের তদন্তকারীরা।