টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – দীর্ঘদিন ধরে একই স্কুলে একসঙ্গে পড়াশোনা । বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে । যদিও প্রেমঘটিত কোনও সম্পর্ক জড়াননি তাঁরা। তবে দীর্ঘদিন পর হঠাৎ করেই ওই যুবকের তরফে পুরনো বান্ধবীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয় । রাজিও হয়ে যান যুবতীর বাড়ির লোকেরা । শুরু হয় মেলামেশা । বিয়ের আগেই প্রেমঘটিত সম্পর্কেও জড়িয়ে পড়েন তাঁরা । এমনকি জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কেও । আর এরপরই ঘটে যায় বিপত্তি । গোপন মুহূর্তে ছবি নিজের ফোনে ক্যামেরা বন্দী করেন ওই যুবক । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেয়। তরুণী প্রতিবাদ করেন। এরপর শুরু হয় হুমকি দেওয়া।
অভিযোগ, টাকা দিলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করবে না বলেই নাকি জানায় ওই যুবক। ইতিমধ্যেই তরুণী এবং তাঁর পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকাও নিয়েছে ওই অভিযুক্ত যুবক। সেই টাকা দিতে না চাইলে আরও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয় সে। শুধু তাই নয়, অ্যাসিড হামলার হুমকি দেয় অভিযুক্ত। আপাতত ওই যুবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তরুণী। সোনারপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখনও পুলিশ ওই যুবককে গ্রেফতার করেনি ।