টাইমস বাংলা ডেস্ক – দুদিন কেটে যাওয়ার পর খোঁজ মিলছে না তাওয়াংয়ে তুষারঝড়ের কবলে আটকে পড়া ৭ সেনা জওয়ানের । সাত জওয়ানের খোঁজ পেতে এখনও ব্যর্থ সেনার বিশেষ প্রশিক্ষণরত হেলিকপ্টার। রবিবার দুর্যোগ এবং সেনা জওয়ানদের নিখোঁজের খবর পেয়ে সোমবারই তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। তাঁদের উদ্ধারের জন্য হেলিকপ্টারে করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দলকে পাঠানো হয়েছে কামেংয়ের ওই অঞ্চলে। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত কারও সন্ধান মেলেনি। কামেং সেক্টরে পাহাড়ের অনেক উঁচুতে প্রবল তুষারধসে তাঁরা আটকে পড়েছেন বলে সন্দেহ।সেনার তরফে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই অরুণাচল প্রদেশের ওই অঞ্চলের আবহাওয়া খারাপ ছিল। প্রবল তুষারপাতে চারদিকে রাস্তা বন্ধ। চিন সীমান্তে কর্তব্যরত সেনাবাহিনীর বিভিন্ন দলের মধ্যেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমনিতেই এই সব পার্বত্য এলাকায় পাহাড়চূড়ার কাছে শীতকালে টহল দিতে গিয়ে কার্যত ঠান্ডায় জমে যান সেনারা। তুষারঝড়, তুষারধসের মতো প্রায়ই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় তাঁদের। এর আগেও এমন পরিস্থিতিতে দেশবাসী হারিয়েছেন সেনাবাহিনীর বেশ কয়েকজন বীর জওয়ানকে ।