টাইমস বাংলা ডেস্ক – একমাত্র বিশ্বকাপের মঞ্চেই দেখা যায় দুই দেশের লড়াই । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে মেলবোর্নে। আর সেই ম্যাচের টিকিটের চাহিদা দারুণ। দুই প্রতিবেশী দেশ বিশ্বের যে প্রান্তেই খেলুক না কেন, সেই ম্যাচের দিকেই নজর থাকে সবার। এ বার তার ব্যতিক্রম নয়। এদিন বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরুও করে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কিন্তু টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই আইসিসি টুইট করে জানিয়ে দেয়, ভারত-পাক ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ টিকিট বিক্রি শুরু হয়েছিল। সাড়ে এগারোটার মধ্যে আইসিসি-র ওয়েবসাইট জানিয়ে দেয় ভারত ও পাকিস্তান ম্যাচের সাধারণ দর্শকের জন্য টিকিট আর নেই। সব শেষ হয়ে গিয়েছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হবে ২৩ অক্টোবর।