টাইমস বাংলা ডেস্ক – বর্তমান সময়ে চুল ঝরে পড়া একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে ছেলে কিংবা মেয়ে উভয় পক্ষের ক্ষেত্রেই । সকলের মুখে একই কথা চুল পরে যাচ্ছে । আগের তুলনায় পাতলা হয়ে যাচ্ছে । তবে এই ঝড়ে পড়া চুল দিয়েই চমৎকার কাজ করে ফেললেন এক ফ্যাশন ডিজাইনার । তৈরি করলেন সোয়েটার। যা দেখে তাজ্জব প্রায় সকলেই। আমস্টারডামের ওই ডিজাইনার সোফিয়া কোল্লারের দাবি, গোটা মাসে প্রায় ৭২ লক্ষ কেজি ঝরে পড়া চুল নষ্ট হয়। তা কোনও কাজেই লাগে না। এই ঝরে পড়া চুলকে কাজে লাগিয়ে ফ্যাশন জগতে কীভাবে পরিবর্তন করতে পারেন, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন সোফিয়া। নানা ভাবনাচিন্তার পর ঝরে পড়া চুল দিয়ে সোয়েটার তৈরির পরিকল্পনা করেন। যেমন ভাবনা, তেমন কাজ। চুল দিয়ে সোয়েটার বানিয়ে সকলকে চমকে দেন তিনি। ঠিক কী ভাবে তৈরি হচ্ছে সোয়েটার? এই উত্তর দিতে গিয়ে ফ্যাশন ডিজাইনার জানান, সাধারণ মানুষের কাছে ফ্যাশনের সংজ্ঞা প্রায় প্রতি মুহূর্তেই বদলাচ্ছে। তাই একঘেয়ে উলের তৈরি সোয়েটার কিংবা জ্যাকেটের প্রতি মন উঠতে বসেছে। সে কারণে শীতপোশাকেও বদল আনা প্রয়োজন। তাই ঝরে পড়া চুল দিয়ে সোয়েটার তৈরির পরিকল্পনা করা হয়। অনেকেই প্রশ্ন করছেন, ঝরে পড়া চুল দিয়ে তৈরি সোয়েটার ত্বকের কোনও ক্ষতি করবে না তো? ফ্যাশন ডিজাইনারের দাবি, চুল ত্বকের কোনও ক্ষতি করে না। কারও তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে এই ধরনের সোয়েটার অত্যন্ত উপযোগী। তাই ঝরে পড়া চুল দিয়ে সোয়েটার তৈরির পরিকল্পনা করেন ফ্যাশন ডিজাইনার। এ ধরনের সোয়েটার আপনিও কিনতে চান? তবে তা কোথায় পাবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি ফ্যাশন ডিজাইনার।