কল্যাণ মণ্ডল, পশ্চিম মেদিনীপুর – সামনেই পুরসভা নির্বাচন । গতকাল অর্থাৎ সোমবার রাত সাড়ে দশটা নাগাদ মেদিনীপুরে দুই পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই ঘোষণার পরেই দেখা যায়, প্রার্থী হিসাবে নাম রয়েছে সাংসদ তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের। যা নিয়ে বিস্তর আলোচনাও শুরু হয় রাতেই। কারণ, এর আগে বিজেপির অন্দরে হিরণ ও দিলীপ জুটি নিয়ে নানারকম কথা রটেছে, তবে শেষ পর্যন্ত হিরণেই ভরসা রাখল রাজ্য বিজেপি। এদিন রাতে মেদিনীপুরের সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে, দলের জেলা সভাপতি তাপস মিশ্র মেদিনীপুর পৌরসভার ২৫ টি, খড়্গপুর পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেন। মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের মধ্যে রয়েছে বেশকিছু দলীয় নেতৃত্ব। দলের জেলা সাধারণ সম্পাদক থেকে যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি মেদিনীপুরের প্রার্থী তালিকায়। এছাড়াও খড়্গপুরের প্রার্থী তালিকায় রয়েছে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাম। দলের জেলা সভাপতি জানান, মেদিনীপুরে ২৫-এ ২৫ এবং খড়্গপুরে ৩৫ টির মধ্যে ৩২ টি আসনে জয়ী হবে বিজেপি।