টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – এক-দোতলা নয়। একেবারে ১১ তলা থেকে মরণঝাঁপ এক কিশোরেরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ বছর বয়সি ওই কিশোরের। কিন্তু কেন এমন মরণঝাঁপ? তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ফুলবাগান থানা এলাকায়। দুর্ঘটনাস্থলে মৃত কিশোরের মোবাইল উদ্ধার করে পুলিশ। মোবাইল ঘেঁটে পুলিশ জানতে পেরেছে মরণঝাঁপ দেওয়ার আগে কিছু জাপানি অ্যানিমেশন ওয়েব সিরিজ দেখেছিল ওই কিশোর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মোবাইলের ওই অ্যানিমেশন ভিডিয়ো দেখার পর সেটি অনুকরণ করতে গিয়েই মৃত্যু হয় কিশোরের। তবে ঘটনায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাসিন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছ’টায় আবাসনের ছাদের দিকে যাওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়। তাহলে তারপরও কি করে ওই কিশোর নির্ধারিত সময়ের পরও কীভাবে ওই ছাদে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কী তার আগে থেকেই ওই কিশোর ছাদে ছিল? এসব নিয়ে শুরু হয়েছে তদন্ত।