টাইমস বাংলা ডেস্ক – একের পর এক পরপুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন স্ত্রী। তাও আবার একেবারে স্বামীর চোখের সামনে । এমনকি সম্পূর্ণ ভিডিও নিজেই ফোনে রেকর্ড করছেন স্বামী । পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও একেবারেই স্ত্রীর সম্মতি নিয়ে । এমন এক ঘটনার পর্দা গামা হতেই চক্ষু চড়কগাছ ব্যাঙ্গালোর পুলিশের । ইতিমধ্যেই পুলিশের জালে গ্রেপ্তার ওই দম্পতি ।তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারায় মামলা রুজু করা হয়েছে।
কিন্তু ৩২ বছরের বিনয় কুমার ও তাঁর ২৭ বছরের স্ত্রী কেন এমন কাণ্ড করতেন? কীভাবেই বা তা নজরে এল পুলিশের? আসলে দীর্ঘদিন ধরেই এই কাণ্ড করছিলেন তাঁরা। অভিযুক্ত বিনয় জানিয়েছেন, জীবনকে অন্য রকম ভাবে উপভোগ করতেই এমন করতেন তাঁরা। তিনি স্বীকার করেছেন, স্ত্রীর নানা রকম নগ্ন, অর্ধনগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে আপলোড করতেন তিনি। এবং তা করতেন স্ত্রীর সম্পূর্ণ সম্মতিতেই।
পুলিশ আরও জেনেছে, টুইটারে বিজ্ঞাপন দিয়ে ‘গ্রাহক’দের আহ্বান করতেন বিনয়। সেই সঙ্গে স্ত্রীর ছবি, এমনকী ভিডিওয় দিতেন। আগ্রহীদের টেলিগ্রামে যোগাযোগ করতে বলা হত। তারপর তাঁদের সিঙ্গাসান্দ্রা অঞ্চলের বসতবাড়িতেই চলত পুরোদমে শুটিং। অচেনা আগন্তুকের সঙ্গে স্ত্রীর রতিক্রিয়া ক্যামেরায় ধরে রাখতেন বিকৃতকাম বিনয়। তবে পুলিশের নজর থেকে বাঁচতে রঙিন মুখোশ পরে থাকতেন তাঁরা সকলেই।