টাইমস বাংলা ডেস্ক – একের পর এক মোমের মূর্তি গড়ে তাক লাগিয়েছেন শিল্পী সুশান্ত রায় । তিনি আসানসোলের বাসিন্দা । ২০১৪ সালে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের একটি মোমের মূর্তিও গড়েছেন তিনি । তবে আবারও সুরসম্রাজ্ঞীর দ্বিতীয় মোমের মূর্তি গড়ার বরাত পান শিল্পী সুশান্ত রায় । কিন্তু লতার জীবদ্দশায় সেটি শেষ করতে পারলেন না বলে আক্ষেপ শিল্পীর ।
দ্বিতীয় মোমের মূর্তির বরাত পেয়ে উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছিল। কারণ, হাজার হোক সরস্বতীর মানসকন্যার আদলে মোম মূর্তি বলে কথা। কিন্তু সে সাধ পূরণ হল না লতাদিদি থাকতে থাকতে। এ নিয়ে দুঃখের কথাও জানিয়েছেন সুশান্ত রায়। আসানসোলের মহিশিলা কলোনির ওয়াক্স মিউজিয়ামের জন্য সেই মূর্তির কাজে ফের হাত দিয়েছেন। সুশান্ত রায়ের কথায়, “এই মূর্তিটির কাজ অর্ধেক হয়ে রয়েছে। উনি চলে গেলেন। বাকি কাজ খুব তাড়াতাড়ি শেষ করব।”
বছর দশেক আগে লতা মঙ্গেশকরকে কলকাতায় সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তী তাঁকে সেই সুযোগ করে দেন। স্মৃতিকাতর শিল্পী জানাচ্ছেন, “পরবর্তীকালে যখন হিডকো থেকে লতা মঙ্গেশকরের মূর্তি তৈরির বরাত এল তখন ইন্টারনেট ঘেঁটে, পড়াশোনা করে ও নিজের চোখে দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূর্তিটা তৈরি করেছিলাম।” সেই মূর্তিতে লতা মঙ্গেশকরের প্রবীণ বয়সের অতি পরিচিত রূপটিই ফুটিয়ে তোলা হয়। রবিবার দিনভর আসানসোলের ওয়াক্স মিউজিয়াম ও শিসমহলে লতা মঙ্গেশকরের স্মৃতিতে তাঁর গান বাজানো হয়েছে। হোয়াটসঅ্যাপ ডিপিতে মাঝেমাঝেই নিজের হাতে তৈরি লতার মোমের প্রথম মূর্তির ছবিতে চোখ রাখছেন শিল্পী। আর বলছেন, এবার দ্বিতীয় মূর্তিটি দ্রুত শেষ করার পালা।