টাইমস বাংলা ডেস্ক – দীর্ঘ ২ বছর ধরে করোনা মহামারীর জেরে একপ্রকার ঘরবন্দী সাধারণ মানুষ । ওয়ার্ক ফ্রম হোমের দৌলতে জেরবার জীবন । একটু কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে সকলের মনেই । বেরিয়েও পড়ছেন অনেকেই । তবে এবার সুখবর ভ্রমণ পিপাসু মানুষদের জন্য।
শনিবার অর্থাৎ বসন্ত পঞ্চমীর পুণ্য তিথিতে দাক্ষিণাত্যের মাটিতে বসেছে ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’ । হায়দরাবাদের সামশাবাদের দার্শনিক সন্ত রামানুচার্যের পঞ্চধাতুর মূর্তিটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মূর্তিটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যা দেখে মনে করা হচ্ছে, রাতারাতি নতুন ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠেতে চলেছে আধ্যাত্মিক ধর্মগুরু ত্রিদণ্ডী চিন্না জিয়ার স্বামীর মন্দির। ধীরে ধীরে করোনার প্রকোপ কমছে দেশজুড়ে। সময় ও সুযোগ দেখে একবার ঘুরে আসতেই পারেন। প্রধান আকর্ষণ অবশ্য়ই ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’। এছাড়াও একে ঘিরে গড়ে উঠেছে ১০৮টি কষ্টিপাথরের মন্দির। ‘দিব্য দেশম’ নামের এই মন্দিরগুলি বদ্রিনাথ, বৃন্দাবন, অযোধ্যা প্রভৃতি মন্দিরের আদলে তৈরি।৫৪ ফুট উচ্চতার একটি ভবনের উপরে বসেছে বিশ্বের বৃহত্তম মূর্তিটি। ভবনটির নাম ‘ভদ্রা বেদি’। ওই বাড়িটিতে রয়েছে বৈদিক ডিজিটাল গ্রন্থাগার, থিয়েটার, রামানুচার্যের গ্যালারি। ভবিষ্যতে গড়া হবে ত্রিদণ্ডী চিন্না জিয়ার স্বামীর মূর্তিও।তিনভাবে কলকাতা থেকে সামশাবাদ যাওয়া যায়। বিমান, ট্রেন ও গাড়ি। ভ্রমণ সংক্রান্ত এক ওয়েবসাইট জানাচ্ছে, বিমানে সামশাবাদে যেতে সব মিলিয়ে ঘণ্টা চারেক সময় লাগতে পারে। খরচ মাথাপিছু হাজার তিনেক থেকে হাজার ছয়েকের মধ্যে। গাড়িতেও যেতে পারেন। দূরত্ব ১ হাজার ৪৫৫ কিলোমিটারের মতো। গাড়ি নিয়ে গেলে সময় লাগতে পারে প্রায় ২১ ঘণ্টা। খরচ ১১ হাজার থেকে ১৬ হাজারের মধ্যে।