টাইমস বাংলা ডেস্ক, বর্ধমান – বর্ধমান পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিক্ষোভ শুরু শহরে।শহরের ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কয়েকশ’ তৃণমূল কর্মী সমর্থক। দুই গোষ্ঠীর সদস্যরা মুখোমুখি হলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, বর্ধমান পুরনির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী চায়না কুমারী ২০২১ বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিলেন। ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর উপর হামলা চালিয়েছিলেন সে তিনি। তাঁকে কোন ভাবে প্রার্থী হিসাবে মেনে নেওয়া হবে না। ৩ ওয়ার্ডের মেহেদীবাগান এলাকায় এই দাবিতে চলে বিক্ষোভ। স্থানীয় যুব তৃণমূল নেতার দাবি, আমাদের প্রার্থী নিয়ে কোন ক্ষোভ নেই। আমরা চায়না কুমারী সমর্থনে প্রচার শুরু করে দিয়েছি। তাঁর অভিযোগ, জেলার এক শ্রমিক নেতার ইশারায় কিছু বহিরাগত লোকজন এসে ৩ নম্বর ওয়ার্ডে ঝামেলা করছে। এই বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হয় পুর নির্বাচনের প্রার্থী তালিকা। দলের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীতালিকাকে কিছুক্ষণের মধ্যে ভুয়ো ঘোষণা করেন নেতারা। এর পর রাত ৮.৩০ মিনিট নাগাদ নতুন তালিকা প্রকাশিত হয়। এর পরই দিকে দিকে শুরু হয় বিক্ষোভ।