টাইমস বাংলা ডেস্ক, আসানসোল – এখন সব পরিষেবাই দুয়ারে নিয়ে আসছে রাজ্য সরকার। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে তা শুরু হয়েছিল। আসন্ন পুরসভা নির্বাচনের আগে জেলায় জেলায় দেখা গিয়েছিল দুয়ারে চেয়ারম্যান। এবার দুয়ারে সরকারের আদলে সাধারণ মানুষের সমস্যা মেটাতে চালু হবে ‘দুয়ারে কাউন্সিলর’ কর্মসূচি। যেসব ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবেন সেইসব ওয়ার্ডের বুথে বুথে নির্দিষ্ট দিনে কাউন্সিলার বসবেন বলে জানিয়ে দিলেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক। এই জয়ী হয়ে আসা কাউন্সিলররা এলাকার মানুষের সমস্যা শুনবেন এবং যথাস্থানে সমাধানের জন্য আর্জি জানাবেন। সাধারণ মানুষকে নিবিড়ভাবে পরিষেবা দিতে এই কাজ করবে শাসকদল বলে শুক্রবার আসানসোল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে এসে এই কথা জানান পূর্তমন্ত্রী মলয় ঘটক। এদিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সর্বদাই মানুষের উন্নয়নের কাজে ব্যস্ত থাকেন। তাঁর উদ্যোগে পাড়ায় সমাধান, দুয়ারে সরকার প্রকল্প হয়েছে। যার ফলে প্রচুর সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন। এবার তাঁর ভাবনা ‘দুয়ারে কাউন্সিলার’। সাধারণ মানুষকে যেতে হবে না। কাজ করাতে কাউন্সিলারই বুথে বুথে এসে সমস্যা শুনবেন এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।’
তবে এদিন কুলটির চলবলপুরের সভা থেকে মলয়বাবু বিজেপিকে তীব্র আক্রমণ করেন। কেন্দ্রীয় সরকারের বহু প্রতিশ্রুতি ভঙ্গের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘বিজেপি ভাঁওতাবাজি ছাড়া কিছু দিতে পারে না। বিভেদের রাজনীতিই বিজেপির একমাত্র ভরসা।’ এখন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাতে পুরসভা নির্বাচনে প্রভাব পড়বে এখানে বলে মনে করা হচ্ছে।