টাইমস বাংলা ডেস্ক, বর্ধমান – বিয়ের মন্ত্র পাঠ শুরু হওয়ার আগেই চিৎকার চেঁচামেচি করে বিয়ে থামিয়ে দিলেন এক মহিলা। যার জেরে বন্ধ হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। মন্ডপ ছেড়ে পালিয়ে গেলেন হবু বর। এমনই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের আসানসোলে।
গতকাল শুক্রবার আসানসোলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পঙ্কজ পাসোয়ানের বিয়ে হওয়ার কথা ছিল আসানসোলের বুধা এলাকার এক যুবতীর সঙ্গে। বিয়ের মণ্ডপ থেকে শুরু করে সমস্ত কিছুই প্রস্তুত ছিল। কিন্তু, হবু বর যে আগে একবার বিয়ে করেছেন তা অবশ্য জানা ছিল না ওই যুবতীর পরিবারের। শুক্রবার হবু বরের দ্বিতীয় বিয়ে হওয়ার কথা শুনে দুই সন্তানকে নিয়ে মণ্ডপে চলে আসেন তার প্রথম পক্ষের স্ত্রী। এরপরে মণ্ডপের সামনে চিৎকার চেঁচামেচি করে নিজেকে পঙ্কজের স্ত্রী বলে দাবি করেন মহিলা। তার দাবি, সাত বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। দুই সন্তান রয়েছে তাদের। তিনি বিহারের জামুইয়ের বাসিন্দা। মাস চারেক আগে পঙ্কজ তাকে তার বাপের বাড়িতে রেখে আসার পর তার আর কোনও খোঁজখবর নেয়নি। মহিলার এরকম কথা শোনার পরে স্তম্ভিত হয়ে যান কনের পরিবার এবং বিয়েতে আসা অতিথিরা।
মহিলার দাবি তার স্বামীর দ্বিতীয় বিয়ে হওয়ার কথা জানতে পেরেই তিনি বিহার থেকে আসানসোলে চলে এসেছেন দুই সন্তানকে। আসানসোল স্টেশনেই তিনি সারারাত কাটিয়েছেন। এরপরে পঙ্কজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার হুমকি দেন তার প্রথম পক্ষের স্ত্রী। এই হুমকি পাওয়ার পরেই বিয়ের মন্ডপ ছেড়ে পালিয়ে যায় পঙ্কজ। যদিও এখনও পর্যন্ত ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।