টাইমস বাংলা ডেস্ক – সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে । বিশেষ করে স্কুলপড়ুয়া বা কলেজ পড়ুয়াদের কাছে এই দিনটি একটু আলাদাই মাত্রা এনে দেয় । নিজের পছন্দের মানুষকে ভালোবাসা বিতরণ করতে নানান ভাবে চেষ্টা করে থাকেন প্রেমিক প্রেমিকারা । তবে এবার কেবল প্রেমের প্রস্তাব দিতেই নয় , ভালোবাসার মানুষের মন জয় করুন অতি সহজেই ।
প্যান্ডেল সজ্জার কাজ একেবারে শেষের পথে। আলপনা দেওয়াও শুরু হয়ে গিয়েছে। রাত পোহালেই প্যান্ডেলে প্যান্ডেলে আসবে বিদ্যারদেবী সরস্বতী । শুধু পাড়ার প্যান্ডেল নয়, স্কুল ও বাড়ির চিত্রটাও একই রকম। সব জায়গায়তেই এখন সাজো সাজো রব। এই একটা দিন পড়াশোনা থেকে সম্পূর্ণ বিরতি। বই-খাতা দেবীর কাছে জমা রেখে উৎসব উপভোগ করার একটা আলাদাই মজা। তবে, শুধু দেবী বন্দনা নয়। সঙ্গে প্রেমকে স্বাগত জানানোর এটা একটা গুরুত্বপূর্ণ সময়। কথিত আছে। বাঙালির দুটো প্রেম দিবস। একটি হল ভ্যালেন্টাইন্স ডে অন্যটি সরস্বতী পুজো । সরস্বতী পুজোর সময় সারা শহর জুড়ে একটা প্রেম প্রেম আমেজ পাওয়া যায়। পছন্দের মানুষকে মনের কথা জানানোর জন্য অনেকে অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য। এবার প্রেমের প্রস্তাব দিতে নয়, এই দিনে মন জয় করুন আপনার মনের মানুষের । বহু দিন ধরে যাকে মনে মনে পছন্দ করেন, এবার তারই মনে জায়গাটা পাকা করে ফেলুন। জেনে নিন কী করবেন।
একই ক্লাসে পড়েন। পড়াশোনা নিয়ে প্রায়শই কথা হয়, কিন্তু মনের কথা আর বলে উঠতে পারছেন না। এদিকে দীর্ঘদিন অনলাইনে ক্লাস হওয়ার জন্য দেখা সাক্ষাতও হয়নি। এই সরস্বতী পুজোয় দেখা করার একটা সুযোগ এসেছে। সেই দিন তার পছন্দের সেজে যান। আপনার পছন্দের মানুষের মনের খোঁজ নিশ্চয়ই আপনার জানা। তাই তার মনের মতো সেজে উপস্থিত হন। তবে, এমন পোশাক পরবেন যা নিজে সামলাতে পারেন। কলেজের জুনিয়রের প্রেমে পড়াটা খুবই সাধারণ। হয়তো সে আপনার হাবেভাবে টের পেয়েছে আপনার মনের কথা। এবার সরস্বতী পুজো একটা সিনেমা দেখার প্ল্যান করুন। তাকে সরাসরি সিনেমা দেখার প্রস্তাব দিন। দুজনে একা যেতে সমস্যা হলে বন্ধুদের সঙ্গে নিতে পারেন। শুধু সিনেমা দেখলেই হবে না, সেখানে মন খুলে গল্প করুন। তাকে বোঝান আপনি কেমন মানুষ। তবে এবার কেবল প্রেমের প্রস্তাব দিতে গোলাপ নয়, সঙ্গে এমন কিছু নিয়ে উপহার দিন যা তার মন কাড়বে ।