টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – বৃহস্পতিবার থেকেই মেঘলা রাজ্যের আকাশ। কোথাও কোথাও সামান্য বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে। আরও বেড়েছে রাজ্যের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ থেকেই আরও বাড়বে বৃষ্টির পরিমান। বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। তবে আজ থেকে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ সন্ধ্যের মধ্যেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭° সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে ঢোকায় বেশ অনেকটাই বেশি থাকবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩° বেশি।
শুক্রবার সারাদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ ফেব্রুয়ারি সকালের মধ্যেই বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টি হবে উত্তরের সবকটি জেলায়। একইরকম বৃষ্টি চলবে শনিবারও। আগামী ২দিন তাপমাত্রা বৃদ্ধি পেলেও তার পরবর্তী ৩ দিন রাতের তাপমাত্রা কমবে ২-৪° সেলসিয়াস।অন্যদিকে,আজ সকালের মধ্যেই উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া , হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, , পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ দক্ষিনবঙ্গের সবকটি জেলাতেই চলবে বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টি। তবে ৫ তারিখ বিকেল থেকেই উন্নতি হবে আবহাওয়ার। আগামী দুদিন তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গের মতই পরবর্তী ৩ দিন তাপমাত্রা খানিক কমবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর।