টাইমস বাংলা ডেস্ক, পূর্ব মেদিনীপুর – বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পরই ফের কোমড় বেঁধে ময়দানে নামতে চাইছে বিজেপি । সামনেই পুরসভা ভোট । আর এই পুরসভা ভোটকে কেন্দ্র করেই তৈরি হয়েছে জমজমাট পরিস্থিতি । বিধানসভা ভোটে নন্দীগ্রামে বিপুল ভোটে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী । এবার কাঁথি পুরসভা দখল করতে মরিয়া বিজেপি । এমনকি সূত্র মারফত জানা যাচ্ছে, চেয়ারম্যান পদের ‘মুখ’ হিসাবে বিজেপির প্রার্থী হতে পারেন শিশির অধিকারী! রাজনৈতিক মহলে ক্রমশই মাথা চারা দিয়ে উঠছে এই জল্পনাটি । শিশিরবাবু এখনও খাতায়কলমে তৃণমূল সাংসদ হলেও বিজেপির মঞ্চে তাঁকে শামিল হতে দেখা গিয়েছে আগেই। তাঁর সাংসদ পদ খারিজের জন্য স্পিকারকে চিঠিও দিয়েছে তৃণমূল। এর মধ্যে তিনি পুরভোটে প্রার্থী হলে তাঁর সাংসদপদ যাবেই। সেক্ষেত্রে উপনির্বাচন হবে। বিজেপি বা পরিবার হারের ভয়ে সেটা এড়াতে চায়। কিন্তু ঘটনা হল শিশিরবাবুর শরীরের যা অবস্থা, তাতে এখন দু’বছর সাংসদ থেকে দিল্লি যাতায়াত করা কঠিন। তিনি পুরসভা সামলালে শরীরে চাপ কম পড়বে। এলাকাও তাঁর হাতের তালুর মতো চেনা। তাই শিশিরবাবুকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি । শেষ পর্যন্ত সেটা না হলে অধিকারী পরিবারেরই অন্য কোনও মুখকে সামনে রাখা হবে। জানা গিয়েছে, সেই সুবাদেই শুভেন্দুর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে এবার রাজনীতির ময়দানে দেখা যেতে পারে। সৌমেন্দু তো আছেনই। আদি বিজেপি নেতারা মোটামুটি অধিকারী পরিবারের দাপটে ম্রিয়মাণ। এর মধ্যে রটেছে, শিশিরবাবুকে সাংসদ থেকে সরিয়ে উপনির্বাচন ডেকে আনার বদলে শুভেন্দু অধিকারী নিজেও চেয়ারম্যানের মুখ হয়ে লড়তে পারেন বলেই জানা যাচ্ছে।