টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – ২০২০ সালে রাজ্যে থাবা বসিয়েছিল মারণ ভাইরাস। পড়ুয়াদের স্বার্থে প্রথমেই বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পরে শুরু হয়েছিল অনলাইন ক্লাস। বাড়িতে বসেই পড়াশোনা চালিয়েছে পড়ুয়ারা। পরবর্তীতে করোনা পরিস্থিতি একটু আয়ত্তে আসতেই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে খুলেছিল স্কুল। কিন্তু সেক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলছিল অফলাইনে ক্লাস। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে ফের বন্ধ করে দেওয়া হয় স্কুল।
শেষে গতবছরের নভেম্বরে ফের খুলেছিল স্কুল। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের দাপট বাড়তেই ফের বন্ধ হয়ে যায় স্কুল। রাজ্যে জারি হয় কড়া বিধিনিষেধ। সংক্রমণ খানিকটা আয়ত্তে আসতেই শিথিল হতে থাকে নিষেধাজ্ঞা। সেই সময় থেকে স্কুল খোলার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতোই আজ থেকে খুলে গেল রাজ্যের স্কুলগুলি। বহুদিন পর ফের সহপাঠীর পাশে বসে লেখাপড়া করছে পড়ুয়ারা। স্বাভাবিকভাবেই পুরনো জীবনে ফিরতে পেরে খুশি সকলে। তবে প্রত্যেককে কঠোরভাবে মানতে হচ্ছে করোনা বিধি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।