টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – সল্টলেক সেক্টর ফাইভের এসডিএফ মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহী। বুধবার সাতসকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা ।
জানা যায়, বারাসাত-বিগার্ডেন রুটের বাস যখন এসডিএফ মোড়ে যাত্রী নামিয়ে এগোচ্ছিল, সেই সময় এক সাইকেল আরোহী আচমকা বাসের সামনে চলে আসেন।এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার পর তড়িঘড়ি বাসটিকে আটক করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস। তবে বাসের চালক পলাতক। অন্যদিকে মৃতদেহটি বিধাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর,মৃত ওই সাইকেল আরোহীর নাম সুবাস প্রামাণিক। তিনি থাকদাড়ির বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । বাস ড্রাইভারের খোঁজে চলছে তল্লাশি ।