টাইমস বাংলা ডেস্ক – বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী নুসরত জাহান । কখনও ব্যক্তিগত সম্পর্ক তো কখনও বা কর্মজীবন সবেতেই চর্চার একেবারে শীর্ষে ছিলেন তিনি । আর এবার আবারও একবার চর্চায় উঠে এলেন নুসরত । চলতি সপ্তাহের শনিবার সরস্বতী পুজো। আর কাজের ফাঁকেই সরস্বতী পুজোর আয়োজনে ব্যস্ত অভিনেতা, অভিনেত্রীরা। আর সেই কারণেই পুজোর জন্য সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানালেন নুসরত ও যশ। পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাবনায় বাগদেবীর বন্দনায় গত বছরের মতো এবারও মেতে উঠবে টলিউডের তারকারা। ঠিক যেমনটি গত বছর, এই পুজোয় সামিল হয়েছিলেন, একাধিক অভিনেতা অভিনেত্রীরা । তবে এবার স্টুডিও পাড়ার এই সরস্বতীর পুজোর মুখ যশ ও নুসরত। টলিপাড়ার সবচেয়ে আলোচিত এই জুটিই কোমর বেঁধে নেমে পড়েছেন এই পুজোর আয়োজনে। তাই ফেসবুকে এসে অনুরাগীদের আমন্ত্রণ জানালেন নুসরত ও যশ। তাঁরা বলেন, ‘আমরা সবাই মিলে সরস্বতী পুজো করছি। যার নাম সিনেমার সরস্বতী। ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। আপনারা সবাই অবশ্যই আসবেন। সবাই মিলে আনন্দ করা যাবে।’
জানা যাচ্ছে, স্টুডিও পাড়ার এই সরস্বতী পুজোয় রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থাও। মেনুতে থাকছে খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েস।
পরিচালক শিলাদিত্যর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে জুটি বেঁধেছেন যশ ও নুসরত। এই ছবির শুটিং চলছে এখন। আর তারই মাঝখানে এই সরস্বতীপুজোর আয়োজনে ব্যস্ত তারকারা।