টাইমস বাংলা ডেস্ক – সোশ্যাল মিডিয়ায় বরাবরই ট্রোলের শিকার হতে হয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে । সাম্প্রতিক এক ভক্তকে অশিক্ষিত বলায় আবারও ট্রোলের মুখে পড়লেন তিনি । একহাত নিলেন নেটনাগরিকরা । সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ সুদীপা। যখনই সুযোগ পান তখনই নিজেকে মেলে ধরেন ইনস্টাগ্রাম, ফেসবুকে। কখনও নিজের ঘর সংসারের কথা বলেন, কখনও আবার নিজের ছোট ছেলের নানা ভিডিও শেয়ার করতে থাকেন। আবার কখনও শাড়ি, গয়নাও বিক্রি করেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। তবে এবার অভিনেতা অঙ্কুশের সঙ্গে একটি ছবি দিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়লেন সুদীপা।
সম্প্রতি সুদীপা তাঁর ইনস্টাগ্রামে অঙ্কুশের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যা দেখে এক নেটিজেন লেখেন, শাড়িটা কি ঢাকাই? নেকলেসটা কি রুপোর? নেটিজেনের এরকম প্রশ্ন দেখে রীতিমতো ক্ষেপে যান সুদীপা। তারপর সোশ্য়াল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমি জানি না বাংলা ভাষাটা আজকাল এত কঠিন হয়ে গিয়েছে কিছু মানুষের কাছে। সহজ সরল ইংরেজি বা সামান্য ইংরেজি তারা বোঝেন না। বেশ খারাপ একটা সময়। কোভিড হয়তো জয় করে নেব, কিন্তু অশিক্ষা আর কুরুচি- জয় করবো কীভাবে? আমি লিখেছিলাম আমি নকল জুয়েলারি পরি না। এর মধ্যে রুপো ও সোনা দুই রয়েছে। মানুষ সত্যিই অশিক্ষিত হয়ে গিয়েছে।’
সুদীপার এই মন্তব্যের পরই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে । সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেট নাগরিকরা । সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় কমেন্টের ঝড় । কেউ লিখলেন, অহংকারই পতনের কারণ, তাই এত অহংকার ভাল নয়। অনেকের মতে, সুদীপার এরকম আচরণ মোটেই ঠিক নয়। তবে পরবর্তীতে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন সঞ্চালিকা।