টাইমস বাংলা ডেস্ক – পোস্ট অফিসেই মিলবে ব্যাংকিং পরিষেবা । এবার যে কোন ব্যাংকিং সংক্রান্ত কাজ সাধারণ মানুষের জন্য হয়ে গেল আরও সহজ । পোস্ট অফিসগুলির পরিকাঠামোর উন্নতির নির্দেশ অর্থমন্ত্রীর । মঙ্গলবার ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এমনকী পোস্ট অফিসগুলিতে থাকবে এটিএমও। যে সমস্ত পরিষেবা ব্যাংকে পাওয়া যায়, তার সবটাই এবার থেকে মিলবে পোস্ট অফিসে। বাজেটে এই ঘোষণায় স্বভাবতই খুশি আমজনতা । এছাড়া ডিজিটাল ব্যাংকিংয়ে আরও জোর দেওয়ার কথা জানান তিনি ।
আজ বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানান, ”দেশের ১.৫ লক্ষ পোস্ট অফিসকে আনা হচ্ছে ব্যাংকিং সিস্টেমের আওতায়। নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম -সহ সবরকম অনলাইন মাধ্যমে এসব পোস্ট অফিস থেকে ব্যাংকের সুবিধা পাবেন সাধারণ মানুষ। এমনকী ব্যাংক অ্যাকাউন্ট থেকে পোস্ট অফিস অ্যাকাউন্টে সহজেই সব ট্রান্সফার করা যাবে। এই পরিষেবা গ্রামাঞ্চলের প্রবীণ নাগরিক ও কৃষকদের অনেকটা সুবিধা দেবে বলে আশাবাদী।” এ প্রসঙ্গে তিনি জানান, চলতি বছর দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে ৭৫টি প্রত্যন্ত এলাকায় ডিজিটাল ব্যাংকিং ইউনিট খোলা হবে।