টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – গত দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো ভাইরাল হয়ে যায় । যেখানে শোনা যায়, এক সংবাদমাধ্যমের কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন অপর প্রান্তে থাকা একটি কণ্ঠস্বর। এমনকী, সংবাদমাধ্যমের কর্মীর পরিবারকেও রেয়াত করা হয়নি। এই কণ্ঠস্বর কবীর সুমনের বলেই দাবি করা হয়েছিল ।
এরপর রবিবার একাধিক ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছিলেন কবীর সুমন। অনেকে ধরে নিয়েছিলেন শিল্পীর ক্ষমা চাওয়ার মধ্যে দিয়েই ‘গালাগাল’ বিতর্কে পূর্ণচ্ছেদ পড়বে। যদিও রবিবার নিজের ক্ষমা চাওয়ার পোস্টেই সুমন বুঝিয়ে দিয়েছিলেন, ক্ষমাপ্রার্থী হলেও বিজেপির মতো সংখ্যালঘু বিদ্বেষী দল এবং তাঁদের ‘সমর্থনকারী’ চ্যানেলকে গালাগাল করে কোনও গর্হিত অপরাধ তিনি করেননি। উলটে অনুমতি ছাড়া তাঁর অডিও প্রকাশ্যে আনা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করান তিনি।
এরপর আজ আবারও ফেসবুক পোস্ট করেছেন তিনি । যেখানে তিনি সাফ জানিয়েছেন নিজের কৃতকর্মের জন্য কোনও অনুশোচনাই নেই তাঁর । এদিন ফেসবুক পোস্ট করে তিনি লেখেন , ” কেন ক্ষমা চেয়েছিলাম তা বিশদ বলেছি। তার আগে পরে যা হয়ে চলেছে। ওটা ফিরিয়ে নিলাম। এবার বলছি, যা করেছি বেশ করেছি। যে যা পারো করে নাও ” ।
সোমবার রাতে আরও একটি পোস্ট করেন তিনি যেখানে শিল্পী লিখেছেন,”ঢিল মারলে পাটকেল খেতে হয়। খেলাম। এখন বলছি সেদিন এক ‘কলারকে’ ফোনে যা বলেছি সে ব্যাপারে আমার মনে আর কোনও অনুশোচনা নেই। যদি পারেন আমাকে টার্গেট করুন, অন্য কাউকে না। শুধু আমি চাই না পুলিশের কাজ বাড়ুক