টাইমস বাংলা ডেস্ক – অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান । অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে পেশ হল কেন্দ্রীয় বাজেট ২০২২ । আগামী অর্থবর্ষের নাড়ি-নক্ষত্র স্থির হয়ে গেল এই বাজেটের মাধ্যমেই ।
করোনাকালে দেশের চরম কর্মসঙ্কট দেখা দেওয়ায়, এবারের বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনও ঘোষণা করা হয় কিনা, সেদিকেই নজর ছিল সকলের । এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে।
অর্থমন্ত্রী হিসেবে আজ চতুর্থবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা। তিনি বলেন, “আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে।” তাঁর কথায়, “আত্মনির্ভর ভারত গড়ে তুলতে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড়-সহ বিভিন্ন প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা।” তিনি আরও বলেন, “দেশের আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান আনা হচ্ছে। পরিকাঠামো নির্মাণে জোর দেওয়ার লক্ষ্যেই ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান। অতিমারীতে যাঁরা অসুবিধায় পড়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। ১০০ বছরে ভারত কীরকম হবে তাঁর রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী।”
বিশ্লেষকদের মতে, গতিশক্তি থেকে শুরু করে শিল্পোন্নয়নে জোর দিয়ে কর্মসংস্থা বাড়িয়ে তুলতে চাইছে সরকার। আগামিদিনে, সেই প্রচেষ্টা যে ফলপ্রসূ হতে চলেছে, তার কিছুটা ইঙ্গিত মিলেছে অর্থনৈতিক সমীক্ষায়।