টাইমস বাংলা ডেস্ক – নিম্নমুখী করোনা গ্রাফ । ক্রমশই কমছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা । রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনার কবলে পড়লেন ২ লাখ ৯ হাজার ৯১৮ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন ২ লাখ ৬২ হাজার ৬২৮ জন।গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৯৫৯ জন। যা রবিবারের তুলনায় বেশকিছুটা বেশি। এর মধ্যে কেরলে মৃতের সংখ্যা ৩৭৪। পজিটিভিটি রেট ১৫.৭৭ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার ২৬৮। এই মুহূর্তে যে সংখ্যাটা সরকারকে সবচেয়ে স্বস্তি দিচ্ছে সেটা হল অ্যাকটিভ কেস। এই নিয়ে পরপর বেশ কয়েকদিন কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৬৬ কোটি ৩ লাখ ৯৬ হাজার ২২৭ জন। এত কম সময়ে এই বিপুল অঙ্কের টিকাকরণকে নজির বলেই মনে করছে কেন্দ্র।