টাইমস বাংলা ডেস্ক – উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা । কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পলাতক বাসচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার ভোররাতে কানপুরের ঘণ্টাঘর ও ততমিল চৌরাহার মাঝে এই দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে পরপর সংঘর্ষ তিনটি গাড়ি ও একাধিক বাইকের। বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই বিপত্তি কিনা তা এখনও স্পষ্ট নয়। কানপুর পূর্ব জোনের ডিসিপি জানিয়েছেন, ঘণ্টাঘর ও ততমিল চৌরাহার মাঝে এদিন এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছোয় পুলিশ।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। টুইটারে রাষ্ট্রপতি লেখেন, “কানপুরে বাস দুর্ঘটনা মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।”
অন্যদিকে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তেলেঙ্গানার করিমনগরে। বেপরোয়া গতির বলি হলেন চার মহিলা। পুলিশ সূত্রে খবর, একটি চারচাকা গাড়িতে কয়েকজন নাবালক ছিল। গাড়ির চালকের আসনেও ছিল এক নাবালক। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়িটি তুলে দেয় সে। সেখানে চার মহিলা বসেছিলেন। তাঁদের পিষে দেয় গাড়িটি। এই ঘটনায় নাবালক চালকরে বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।